শিরোনামহীন-২
- কাজী ফাতেমা ছবি
২/
মন্তব্যতে বলো তোমরা বাহ্ বেশ
প্লাস প্লাস প্লাস যাও লিখে
বলে টলে আশা দিয়ে
যাওনা শেষে প্লাসের দিকে!
না দিলে সে বলো কেনো
কেমনতরো মানুষ তোমরা
ঐ যে দেখো লেখক কবির
মুখ'টা কেমন কষ্টে গুমরা।
অনুপ্রেরণা না পেলে কবি
লিখবে ক্যামনে মান বাড়িয়ে
শব্দে বাক্যে তুফান তুলে
কবির সীমা যাক ছাড়িয়ে।
ভেবো না সে আমার কথা
বলছি নিজের লেখার জন্য
নতুন যারা যাচ্ছে লিখে
তারাই শুধু অগ্রগন্য।
তেলা মাথায় তেল দিয়ে যাও
মানহীন লেখায় মারো প্লাস
আলোকিত ঘরেও যেনো
মারো কথার আজব ফ্লাস!
এসো তবে দেই প্রেরণা
প্লাসে কিংবা মন্তব্যেতে
পৌঁছাই গিয়ে মিলেমিশে
উচ্ছ্বলতার গন্তব্যেতে।
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।