দুষ্টু প্রলাপ - ৭
- কাজী ফাতেমা ছবি

দুষ্টু প্রলাপ-৭
চোখের পাতায় ঘুমের লহর- তাকিয়ো না বাঁকা চোখে
তোমার চেয়ে ঘুম’টা বড়-দাওনা বাপু থাকতে সুখে,
জেগে যদি গল্প করো-চা কফি খাওয়াও, বানিয়ে
জলের ঝাপটায় তবেই কিন্তু- ঘুম’টাকে নিবো মানিয়ে।
তবু যদি যাই ঘুমিয়ে- আলতো দিয়ো হাত বুলিয়ে
মাথার চুলে বিলি কেটে- গভীর ঘুমে, দাও ভুলিয়ে।
December 2, 2016


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।