দুষ্টু প্রলাপ-১০
- কাজী ফাতেমা ছবি

সবাই তোমায় হার্ট ইমো দেয়-দেয় নাতো কেউ ছোঁয়া
ত্যক্ত মুখে বসে জপো-প্রেম টেম এসব ভূঁয়া
বুঝছি বাপু ছোঁয়া পেতেই-ভালবাসা খেলো
একটু ছোঁয়া পেলেই বুঝি-শূন্যে পাখনা মেলো!
এসো তবে কাছে আমার-চোখে দিবো ছুঁয়ে
নাগা মরিচ ছিল হাতে- সাবধান - পড়বে নুয়ে।
December 6, 2016


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।