পুরুষ তোমাদের উপর বিশ্বাস ফিরে আসুক.....
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি

আফিমের নেশায় বুঁদ হয়ে এরা নারী দেখে কামুক চোখে
ইয়াবায় ঠোঁট রেখে এরা কামনায় অন্ধ হয়ে সুখ খুঁজে
ওদের অট্টহাসিতে সিলিং ফ্যান কেঁপে উঠে
ঘরের ছাদের সাদা চুন রঙ খসে পড়ে,
উলঙ্গ হয় নির্দ্বিধায়,
লজ্জ্বাহীন পৌরুষত্বের দম্ভ নিয়ে হামলে পড়ে নারীদেহের উপর।
পাঁচ মিনিটের সুখের জন্য এরা নৈতিকতার গলা টিপে ধরে
অথচ ওদের চেহারা নূরানী আলোয় আলোকিত...
ঝকঝকে দাঁত হাসি, ভদ্রোখচিত পোশাক, স্মার্ট
চালচলনে ব্যক্তিত্বের ছাপ,
কেইবা জানত ওদের ভিতরে একেকটা শুয়োরের বাস।
বাপের টাকা পকেটে ভরে এরা উড়ায় স্বপ্নঘুড়ি...
চোখে নষ্ট নেশা, বুকের অঢেল বৈভবের শক্তিতে এরা অন্ধ।
ওরা ভালবাসা বুঝে না, শরীর বুঝে, শরীর কিনে
অথবা না কিনেও সমস্ত শক্তি ঢেলে কিংবা
সুচতুর মিষ্টি কথার ফাঁদে ফেলে ওদের কামনা চরিতার্থ করে
সম্ভোগে লিপ্ত পুরুষ, মনে তাদের শয়তানের বসবাস।
পাপের পথে হেঁটে যেতে যেতে এরা ক্লান্ত হয় না
দম্ভ এতটাই পাহাড় ছোঁয় যে এরা ভাবতেই পারে না
ওদের মুখ উন্মোচিত হবে একদিন...
গোটা পুরুষ সমাজও ঘেন্নার থু থু ছিটাবে ওদের মুখের উপর
ওদের চোখ নুয়ে পড়বে মর্ত্যে
করূণার হাজার দৃষ্টি নিবন্ধিত হবে ওদের কামনার লজ্জাহীন চোখে।
তখনো কি অন্য পশু চরিত্রের পুরুষ নিজেকে নিবে সামলে
নিজের বোন কিংবা মা ভেবে চোখ রাখবে তাদের মুখে বিশ্বাসে?
পুরুষ তোমরা আর ধর্ষক হয়ো না....
তোমাদের বোনে'রা আর যেনো সমাজে ধর্ষিতার পরিচয় না পায়
তোমাদের প্রতি বিশ্বাস ফিরে আসুক নারী জাতির
অতঃপর তোমরা একেকজন গর্বিত পিতা হও,
মায়ের শুদ্ধ সন্তান হও, বোনের নিষ্পাপ ভাই হও আর
স্ত্রীর হও এক আদর্শবান স্বামী এবং
পুরুষ হও!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:১৫


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।