অস্পৃশ্য ভালবাসা.......
- কাজী ফাতেমা ছবি
সে বলেছিল এ আমি চাইনা
তুমি আমার জন্য হয়ে উঠো উন্মাদ
আমাকে পাবার আশায় যেনো
ডিঙ্গাতে না হয় শত পাহাড় সম বাঁধ।
আর আমি এটাও চাই না যে
তুমি আমায় অনায়াসে ভুলে যাও
অনুভবে- অনুভূতিতে হরপল
যেনো আমারই স্পর্শ পাও।
তার কথা রেখেছি, তার জন্য
হয়েছি পাগল, হয়নি উন্মাদ,
তাকে পাওয়ার আশায়, মনে জাগে
সাত সমুদ্দুর ডিঙ্গানোর স্বাদ।
আর তারে - ভুলার কথা?
হ্যাঁ, ভুলতে চাই,তাকে ভুলতে চাই
কেন যে প্রতিটা পলে পলেই
তাকেই অনুভবে পাই।
পাগল হয়েও ভুলতে চাই,
তবু অদৃশ্যে হাত বাড়াই
খুঁজে ফিরি অস্পৃশ্য ছায়ায়
ধরতে গিয়ে বারবার তারে হারাই।
(10 October 2012 at 23:21)
(পুরান লেখা খুঁইজা পাইছি, সেই অনুভূতি মনে নাই)
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:০৫
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।