প্রার্থনা..........১
- কাজী ফাতেমা ছবি

১।
আকুল প্রার্থনা ও মাবুদ- দরবারেতে তোমার
দমে দমে ডাকি হরদম- জপি নাম বেশুমার,
ক্ষমা দাও গো ভুলের আল্লাহ্-গুনাহ্ করো ক্ষমা
দাও মুছে দাও মনের ভিতর- মোহ যত জমা।
পূরণ করে দিয়ো প্রভু- বুকে আশা যত
তোমার ধ্যানে থাকি যেনো- সদা আমি ব্রত!
কত মায়ায় গড়া ধরা- মোহ আঁকড়ে থাকি
মন্দ কাজে পড়ে থেকে- ভাল'কে দেই ফাঁকি!
এসব থেকে মুক্তি দাও গো- ওহে দয়াল প্রভু
সহজ পথের দাও দিশা দাও- পাপী আমি -তবু।


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।