সুখ আসবেই..............
- কাজী ফাতেমা ছবি
সময়ের সাথে সাথে উড়ে যাচ্ছে কার্পাস হয়ে
জমানো স্বপ্ন যত
অন্তরে নেই আর হরিৎ প্রান্তর
বরফ শীতে জমাট বেঁধেছে ক্ষত।
কঠিন সময় আর ক্ষত একাকার হয়ে
জীবন হয়েছে লীন
অজান্তেই যেনো
দেহের ভিতর প্রাণহীন হই প্রতিদিন।
আশায় বাসা বেঁধে
সময় হল কত নষ্ট
আলো এসে নাড়েনি কড়া
জমা হয়েছে বুকে চাপা কষ্ট।
মরচে পরে গেছে
বিশ্বাসের মেরুদন্ডে
হিসাবের খাতায় জমা রাখলাম
উন্মুক্ত করব একদিন বিচারের মানদন্ডে।
আশায় বুক বেঁধে রই
সুখ এসে ঠেকবে পায়ে
সব জ্বালা যন্ত্রনা দুঃখ কষ্টগুলো
রেখে দিলাম নিভৃত সঞ্চয়ে।
(December 25, 2012)
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।