শুভ জন্মদিন
- কাজী ফাতেমা ছবি
২/
ছড়া লিখে সবার জন্য
ছড়ায় ছড়ায় জীবন
ছন্দে ভরা ভিতর বাড়ি
কাব্যিকতার ভুবন।
সবার জন্মদিনে সে যে
ছড়া লিখে সুন্দর
মুগ্ধতাতে যায় ভরে যায়
সবার হৃদয় বন্দর!
হাসিখুশি থাকে সদা
সবার সাথে সখ্য
ছন্দ নিয়ে গবেষনা
যেনো এ তার লক্ষ্য!
হাওয়ার তোড়ে আসল ভেসে
তার জন্মদিন আজ যে
কি লিখে দেই ছড়ায় তারে
কপালেতে ভাঁজ যে।
শুভ হোক তার জন্মদিন'টা
জানাচ্ছি শুভেচ্ছা
সুন্দর কাটুক আগত দিন
পূরণ হোক সব ইচ্ছা!
ভাল কাটুক সুস্থ থাকুক
এই যে ভাইয়া তুমি
শুদ্ধতাতে উর্বর থাকুক
তোমার বুকের জমি।
অনেক হায়াত দিয়ো মাবুদ
মোদের বাড্ডে বালক
সুখে থাকুক আপনদের সাথ
ছুঁয়ে নরম পালক।
সুস্থ রেখো নিরাপদে
জন্মদিনে দোয়া
এবার তবে দাও খানা দাও
ছড়ায় না যাও খোঁয়া।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ১২:৩৭
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।