নামাজ কায়েম করো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নামাজ কায়েম করো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত ,
জোহর, আসর, মাগরিব ও এশা ফরজের প্রান্ত
ফজর নামাজ আছে বিশেষ মর্যাদায়,
যেথায় ফেরেস্তার দল সমাবেশ ঘটায়।
আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করে,
ওহে তোমার বন্দারা সেজদায় লুটে নামাজ পড়ে।
মুমিন দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে
ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা
নামাজ পড়ে আল্লাহ’র ঘর মসজিদে এসে-
নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে
ওহে নামাজ কায়েম করো তাগুদের বাধা রুখে।
সৎ আদেশ করো, মন্দ কাজের বাধা দাও,
সবর করে পানা চাও যেন হাশরে মুক্তি পাও।
---------------------------------------------
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।