মৃত্যুর ফুল ফুটে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মৃত্যুর ফুল ফুটে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
মনে হয় পৃথিবী অবিনশ্বরের মত ঠিক,
তবু আটকাতে পারে না যমদূতের দিক।
মৃত্যুর মত অতুলন মম ফাঁসি,
দুয়ারে হায় ফিরে আসে কাছে আসি।
মৃত্যুর ফুল ফুটে চৌধার অহরহ,
তবু কেন যেন ঘিরে রয় দুনিয়ার মোহ!
ভুল সবই ভুল, যে মোহ অন্তর ঘিরে
তা কভু বাসবে না ভাল, তাকাবে না ফিরে।
যমদূত আসবে যখন মায়াজাল ছিড়ে
কেউ পারবেনা কভূ আপন করে ধরে।
যেতে হবে তার ডাকে এ সত্য শুধু,
তাগুদের প্রেম ভালবাসা নহে কভূ মধু।
------------------------------------


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।