ডাকাতের সর্দার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডাকাতের সর্দার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
চোরে সাধুতার গান গায়, শোন ভাই !
ঘুষ খায়, লুটে যায়, আমরাও গান গাই।
তার চরকায় তৈল দেই দলে দলে দিনভর!
জ্ঞানী গুনীর কারবার আজ আর নেই আর,
চোরকে নেতা কই ভাবি তারে সাধুতর।
সভা- সেমিনারে ডাকি তারে অতঃপর ।
বিচার- আচারে তার উপর- নির্ভ্র
তাই তারে দেখি মঞ্চে মঞ্চে তৎপর।
কে বলে চোর তারে ডাকাতের সর্দার ।
---------------------------------


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।