আমাদের-তোমাদের...ছেলে-মেয়েবেলা..
- কাজী ফাতেমা ছবি

খেলতাম মোরা বউছি খেলা-মোদের মেয়েবেলায়
তোমরা এখন দিবারাতি- মত্ত মোবাইল খেলায়...।

উদোম হাওয়ায় মন রেখেছি - উড়ছি সুখের ভেলায়
তোমরা নিরব ঘরের কোণে - সময় অবহেলায়।

প্রজাপতির মতন মোরা- উড়তাম ডানা মেলে
তোমরা এখন কাটাও সময়-বইয়ের পাতা ঠেলে।

ফড়িং ওড়া সেই প্রহরে- মাততাম দস্যিপনায়
তোমরা গড়ো মনের ভীত'টা - মেকি সুখ স্থাপনায়।

ডাংগুলি গোল্লাছুট খেলতাম- দিনের আলোর বুকে
তোমরা এখন দিবারাতি- ল্যাপীতে রও ঝুঁকে।

সুখে ছিলাম স্বাধীনতায় - ডানা মেলা পাখি
মোবাইলেতে মন তোমাদের - পড়ায় দিয়ে ফাঁকি!

কত গল্পে ঠাসা ছিল- মোদের মেয়েবেলা
তোমরা এখন যন্ত্র জলে-ভাসাও কৃত্তিম ভেলা!

খেলাধূলা গল্পে মোরা- কাটিয়েছি বেলা
বন্ধু ছাড়া ফেইসবুকে- বসাও সুখের মেলা!

সুখের ছিলো উল্লাসে হায়-রঙের সে দিনগুলি
তোমরা যারা শহরবাসি-পা মাড়াও না ধূলি।

খড়ের উপর খেতাম মোরা-সুখেতে ডিগবাজি
তোমরা বসে ল্যাপী টিপো-সুখ গালিচায় আজি।

মায়ের মুখের বকুনি'টা-দাদুর হাতের আদর
আহা কত মায়ার ছিলো-বিছানো সুখ চাদর।

আবেগ ছিলো,সুখও ছিলো- ছিলো মুগ্ধ প্রহর
আবেগ ছাড়া তোমাদের মন-বিষন্নতার লহর।

স্বচ্ছ জলের পুকুরঘাটে- কাটতাম মোরা সাঁতার
তোমাদের ঐ ভবিষ্যত'টা-যেনো অকূল পাথার।

মাটির ঘ্রাণে থাকতাম মিশে- ধূলো বালির ছোঁয়া
তোমরা তো মোবাইল হাতে- থাক বিছনায় শোয়া!

দূর্বাঘাসে নগ্ন পায়ে- কাটত আহা সুখে
ইট পাথরের বন্দি তোমরা- স্বপ্ন মরে ধুঁকে।

গল্প শুনে তোমরা ভাবো- তোমাদের গল্প কই?
কি শুনাবে প্রজন্মকে- খুলে অতীতের বই!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।