তিনি এক অদ্বিতীয়....
- কাজী ফাতেমা ছবি

আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি করেছেন ধরা
পরম করুণাময় দয়ালু তিনি, দয়াতে যার প্রাণ ভরা ।

আল্লাহ্ এক, অদ্বিতীয় আসমান জমিন সব কিছুর মালিক তিনি
প্রাণ দিয়েছেন আমাদের-দয়া দিয়ে ধরায় রেখেছেন যিনি

তিনি তো নন কারো মুখাপেক্ষী, নন কারোর-ই ধরা ছোঁয়ায়
পাহাড় সাগর নদী সকল কিছু তার দিকে-ই মাথা নুয়ায়।

জন্ম দেননি তিনি কাউকে অথবা কেউ দেয়নি জন্ম তাঁকে
তরু লতা চাঁদ নক্ষত্র মাটি পানি সবাই তাকে ডাকে।

মানবের কল্যাণে তিনি দিয়েছেন কুরআনে ঐশী বাণী
পথ নির্দেশক পবিত্র কুরআন পড়লে তৃষ্ণায় মেলে পানি।

তিনি এক, তাঁর সমতূল্য কেউ-ই নেই আসমান জমীন ধরাতে
দয়ার সাগর তিনি, করেছেন সৃষ্টি ধরায় তার আলো ছড়াতে।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।