দুষ্টু প্রলাপ-২
- কাজী ফাতেমা ছবি

দুষ্টু প্রলাপ-২
দূরে থেকেই ছুঁয়ে দিলে-আবেগী এই অন্তর
কি জানি কি যাদু দিয়ে-ফুঁকলে যে ছুঁ মন্তর।
মনটা আমার উড়ো উড়ো-ছুটে যেতে চায় গো
উঠতে ইচ্ছে ভরা জোসনায়-তোমার প্রেমের নায়গো।
কোথায় তুমি আছো চুপে-মন বাড়িয়ে ডাকি
তুমি হবে প্রজাপতি-নাকি সুরের পাখি?


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।