দুষ্টু প্রলাপ-৩
- কাজী ফাতেমা ছবি
দুষ্টু প্রলাপ-৩
কেমন কেমন লাগে তোমার-দুর্বল হলে প্রেমে
আহা সময় থাকত যদি-এই জায়গাতেই থেমে।
ভাবছ তুমি কি হবে হায়-ভালবাসার দশা
এই যে শুনো শেষ করোতো-ভাবনার অংক কষা।
যা হবে তা যাবে দেখা-প্রেমে কি ডরে বীর
চক্ষু মোদে দেখো মনে- স্বপ্ন'রা বাড়ায় ভিড়!
২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।