দুষ্টু প্রলাপ-৪
- কাজী ফাতেমা ছবি

দুষ্টু প্রলাপ-৪
যাও না বাপু দূরে একটু-ঘেঁষে আছো গা যে
ছোঁয়া লাগলে শিহরণে-কাঁপন বুকের মাঝে
ভাল লাগার প্রহরগুলো-থেমে সে কি থাকে!
কষ্ট সকল একটু পরেই-ঢুকে যাবে ফাঁকে!
দূরেই থাকো স্বপ্ন আঁকো- পাবো পাবো আশায়
তোমায় নিয়ে স্বপ্ন হাজার -সুখ সাগরে ভাসায়!


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।