স্বপ্নের দিনে
- রফিকুল ইসলাম রফিক
সখীরে এই ঈদেও তুই নাইওর এলি না আমি অপেক্ষায় ছিলাম
প্রতি ঈদেই আমি তোর অপেক্ষায় থাকি
আর কেউ জানুক আর নাইবা জানুক তুই তো সবই জানিস
আজীবন আমি কার পথ চেযে থাকি।
সময়ের স্রোতে ভেসে আমরা আজ ভুল পথে ভুল ঠিকানায়
চলে গেছি জীবনের দূর অজানায়।
কেদে মরি নিরবে নিভৃতে একা কেউ দেথে না
জানি এ জীবনে যা হবার হয়ে গেছে সব আর হবে না
তবু মন ক্যানো বোঝে না আকড়ে রয় অতীতের স্মৃতি
ফিরে ফিরে যায় স্বপ্নের দিনে জীবনের সকাল বেলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।