কালো কোটের দখলে সব
- ফয়েজ উল্লাহ রবি

কালো কোটের দখলে সব করছে বাহাদুরি,
মরছে গরীব অনাহারে- দেখায় ছলচাতুরী।
জোর ক্ষমতা ফিকির-ফন্দি চালায় জারিজুরি,
অধিকার সব কেড়ে নিয়ে দেখায় সিনাজুরি।
ষোল কোটি ভালোর দেশে এক কোটি চোর ক্ষমতায়,
দিনে-দিনে এই ব্যবধান নেই কোথাও সমতায়!
মুখের ভাষা ভোটের আশা ধুলায় মিশায় সংবিধান,
যা বলে সে মানতে হবে; তার কথা সব অবিধান।
তার ইশারায় শতো বিরোধ নেতার হলো অন্তর্ধান,
কাঁদে যে রোজ হাজার আপনজনে অনুসন্ধান।
এই ক্ষমতা চিরকাল আর থাকবেনা দখল,
শিকল বাঁধা হবে শেষে সকল উচ্ছৃঙ্খল।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪


০১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।