নির্দ্য় অনল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নির্দ্য় অনল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৩-২০২৪ ইং।
****************************
এতোদিন শুনেছি শুধু শুনেছি মুক্তির কথা,
শুধু শুনেছি এবার দুর হবে বঞ্চনার ব্যাথা।
এই ছলনার প্রেম রক্ত শরীরে হেনেছে আঘাত,
ঘরে ঘরে নির্দয় অনলের লেলিহান সংঘাত।
আজ মানবতা পরাজিত কঠিন পাথরে
প্রেম চলগেছে সীমান্ত পেরিয়ে দূর-বহুদূরে---
এতো রক্ত ক্ষরণ ! এতো অশ্রু জল! এতো অগ্নির খেলা
তবু হয় না হুশ! তবু হেলা ফেলা
কবে বন্ধ হবে এই করুন মৃত্যুর কাফেলা ?
দাউ দাউ জ্বলছে আগুন- শহর- গঞ্জ- গ্রামে
লাশের উপর লাশ পড়ে আছে নিষ্ঠুর ধরাধামে!
এই অগ্নি খেলা আর কতোকাল আর কতোটা পথ?
কিছুটা জানতে চাই. কিছুটা শুনতে চাই
কি তোমাদের অঙ্গিকার- কি তোমাদের শপথ !
এই ছলনার প্রেম রক্ত শরীরে হেনেছে আঘাত,
ঘরে ঘরে নির্দয় অনলের লেলিহান সংঘাত।
--------------------------------------------
০১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।