বিদায়ের আয়োজনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিদায়ের আয়োজনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
এক বিদায়ের স্রোত বয়েছিল হঠাৎ একদিন !
চারিপাশে সবই ছিল তবু চলেছে একা নির্জন
যার জন্য এতো প্রেম ভালবাসা যে আজ নির্দয়
সে আজ বিদায় জানাতে এসেছে চির বিদায়;
ব্যাকুল প্রাণে ভালবেসে যারে ছুঁয়েছিলে এ ধরায়,
সেও ভুলেগেছে ভুলে যাচ্ছে সময়ের পরিক্রমায়।
যার জন্য বৈধ অবৈধ পন্থায় কম্পন তুলেছিলে
রক্ত চুষেছিলে ক্ষমতার দাপটে পৃথিবীর মিছিলে
আজ সব থেমেগেছে মৃত্যুর কালো মেঘে
আসন্ন পথ বড় অন্ধকার এ ক্ষণিকের আবেগে।
এখন অগ্নির লেলিহান শিখা চিরন্তন পথপানে,
এ জুলুম অত্যাচার সেদিন পোড়াবে অগ্রপানে।
শেষ বিদায়ের আয়োজনে তুমি যেন হও আলো,
ওই অসীমের ডাকে পথ যেন না হয় কালো।
---------------------------------------


০৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।