রক্ত চুষা রাত
- আলমগীর সরকার লিটন ০৯-০৫-২০২৪

আমার দেহের খাটে
নরম বিছানায় মশার রক্ত চুষা রাত-
অথচ রান্না করা পাতিলে
মাছ, মাংসের গন্ধ নাই
সবিই ঊর্ধ্বমুখি বাজারের ঘুম;
বিশ্বাস করার উপায় নাই-
বিনিময় ছাড়া কিছু নাই
তাহলে সৎ গন্ধ কোথায় পাই
বুঝেছি, সংগোপনটাও অভিনয়
রক্ত চুষা সকালটাও যেনো মশার খাট।
৪-৩-২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৪-০৩-২০২৪ ১১:১২ মিঃ

বাহ
দারুন লিখেছেন কবি

আলমগীর সরকার লিটন
০৫-০৩-২০২৪ ০৯:২৯ মিঃ

জি কবি মহী দা
পাঠে অনেক ফুলেল শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন--------