বৃষ্টি কাব্য-২
- কাজী ফাতেমা ছবি

২।
রিনিঝিনি বৃষ্টির নুপূর
বাজে আমার প্রাণে
সময় কাটুক এমন দিনে
মৃদু সুরের গানে।

বইয়ের পাতায় মন ডুবিয়ে
পড়ব প্রেমের গল্প
ভাসবো সুখে উথাল পাতাল
গাইবো সুরে অল্প।

অফিস কামাই করবো আমি
হবো বৃষ্টির সঙ্গী
বৃষ্টির জলে পা ছুঁয়ায়ে
ইচ্ছের পাখি ঢঙ্গী।

ফাগুন গেলো চৈত্র এলো
অবেলার এই বৃষ্টি
বন্ধু তুমি চলে এসো
হয়ে আজকে ইষ্টি।

দু'জন মিলে বৃষ্টি বেলায়
প্রেমে হবো সিক্ত
আর হবো না তুমি আমি
ভালবাসায় রিক্ত।


০৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।