বৃষ্টি ভেজা উদাস দুপুর........
- কাজী ফাতেমা ছবি

দিবারাতি ঝরছে বৃষ্টি
ফোঁটা ফোঁটা আকাশ ফুঁড়ে
পাতায় পাতায় হাওয়ার কাঁপন
আয় না বৃষ্টি আরো জোড়ে।

আকাশ'টাতে মেঘের ছায়া
ঠান্ডা লাগে বৃষ্টির হাওয়া
এলোমেলো হাওয়ার তোড়ে
বৃষ্টির ছিটায় ভিজল দাওয়া।

নেই থেমে নেই ব্যস্ত শহর
ফেরিওয়ালা ছাড়ে হাক
ছুটে চলা মানুষগুলোর
মাথায় খাচ্ছে ছাতা ঘুরপাক।

সেন্ডেল পায়ে ছপছপাছপ
হাঁটছে মানুষ রাস্তার উপর
জলে ভেজা শহর আমার
বিবর্ণতার উদাস দুপুর!

বৃষ্টি ভেজা পিচের পথে
হেঁটে চলে ব্যস্ত জীবন
কেউ জানে না মুগ্ধ হতে
যে যার মত সাজায় ভুবন।

পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা
মুক্তোর মত জল - ঝলমলায়
পাতার যেনো বিষন্ন মন
পাতার চোখে জল - টলমলায়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫


০৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।