বসন্তের স্পর্শে
- মোকাররাম হাসান রিহাম

হে বসন্ত, তুমি এলে কবে?
শীতের কালো কুয়াশা ভেদে,
আনলে নতুন আলো, নতুন আশা
মৃত প্রকৃতিতে দিয়ে নতুন জীবন-স্পন্দন।

ফুটে উঠেছে ফুল, গাছে এসেছে পাতা
পাখি গায়, মৌমাছি করে গুঞ্জার।
হৃদয় উৎফুল্ল, মন হয়েছে হালকা
বসন্ত তুমি এলেই সব হয়েছে সুন্দর।

শীতের কষ্ট ভুলে সবাই হাসছে,
নতুন পোশাক পরে বের হচ্ছে বাইরে।
রাস্তায় ভিড়, বাজারে হই-হুল্লোড়,
বসন্ত তুমি এলেই সব হয়েছে আনন্দময়।

তোমার আগমনে মন করে উড়ু উরু,
গান গায় কোকিল, নৃত্য করে ভ্রমর।
মৌমাছি গুঞ্জনে মাতিয়ে তোলে বন,
তোমার স্পর্শে সব হয়েছে নবীন।

কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ফুলে ভরে,
বাগানের কোলে রঙের খেলা।
মন উতলা, আত্মা হয়েছে হালকা,
বসন্ত তুমি এলেই সব হয়েছে সুন্দর।

তোমার আগমনে প্রেম জাগে,
হৃদয় উষ্ণ, অনুভূতি নবীন।
কিশোর-কিশোরী গান গায়,
বসন্ত তুমি এলেই সব হয়েছে রঙিন।

হে বসন্ত, তুমি থেকো আমাদের সাথে,
দিন রাত করে দাও আমাদের সুখ।
তোমার আশীর্বাদে আমরা করব কাজ,
তৈরি করবো নতুন জীবন-সঙ্গীত।

বসন্ত এসো, এসো বসন্ত,
চিরকাল থেকো আমাদের সাথে।

নতুন ঋতুর, নতুন সূর্য
তোমার আলোয় আলোকিত,
হোক আমাদের জীবন,
আমাদের দেশ,আমাদের সবকিছু।

বসন্ত তুমি এলেই
সব হয়ে যায় নতুন;
সব হয়ে যায় সুন্দর।

বসন্ত এসো, এসো বসন্ত,
চিরকাল থেকো আমাদের সাথে।


০৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।