অপূর্ণতার বেড়াজালে বন্দি.......
- কাজী ফাতেমা ছবি

ব্যস্ত শহরের এককোণে নিঝুম নিস্তব্ধতায়
ঝিমাচ্ছে মন আমার অপেক্ষায় কারোর চিঠির
নিরভিমানি মন মোর শুধু পরিতাপে মগ্ন
জেগে থাকে নিশিরাত অবধি প্রহর গোনে গোনে।
আশার মাঝে নিরাশা এসে ঝাঁপিয়ে বসে সহসা
হৃদস্পন্দ থামে উচ্চে উঠে থমকে এসে নি:শ্বাসে
উষ্ণ বায় নাসারন্ধ্রে চোখে জমে তৃষ্ণার পাহাড়
চোখের নদী শুকিয়ে গেছে অপেক্ষার বেড়াজালে....;
তবু শেষ নেই যেনো সেই সীমাহীন অপেক্ষার
নতুন জীবনে ব্যস্ত কেউ আর কষ্টে মন মোর দীপ্র।
যে ভালবাসে সে শত ব্যস্ততায় স্মরণে রাখবে
প্রত্যাশা করা যেতেই পারত - সময় বলে দে-না!
ভুলের মাঝেই বসে আশার বাগে ফুটাই ফুল
ঝরে পড়ে যায় ফুল হাত বাড়িয়ে ছুঁতে গেলেই
কাঁদে মন মোর এইভেবে সকলে করে শুধু প্রপঞ্চ
অপ্রত্যাশিত কিছুই হয় না মন যায় দুমড়ে।
কাউকে হলোনা পড়া আমার, মানুষ দুরধ্যয়
বাহির পড়ি ভিতরে কাঁটাতারের বেঁড়ায় বন্দি
কে জানে কে বা কখন, মনে জানি কি-সে আঁটে ফন্দি!!"
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২


১০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।