বিজয় মানে...
- কাজী ফাতেমা ছবি
বিজয় মানে...
বিজয় মানে দেশটি আমার
শত্রু হতে মুক্ত
বিজয় মানে মানচিত্রতে
স্বাধীন দেশটি যুক্ত।
বিজয় মানে লাল টুকটুকে
পূবাকাশের সূর্য
বিজয় মানে বুকের মাঝে
রক্তিম রণ তূর্য।
বিজয় মানে নীলাকাশে
পতাকা ওড়ে ঐ
বিজয় মানে বিজয়ের গান
শুনতে- উতলা রই।
বিজয় মানে একটি ফড়িং
স্বাধীনতায় ওড়ে
বিজয় মানে নতুন কুঁড়ি
উঠে বৃক্ষ ফুঁড়ে।
বিজয় মানে প্রজাপতি
বিজয় মানে পাখি
বিজয় মানে আহ্লাদ স্বরে
মাকে জোড়ে ডাকি।
বিজয় মানে পুকুরের জল
ঘাটলায় বসে থাকা
বিজয় মানে লাল সবুজের
দেশটি মনে আঁকা।
বিজয় মানে পাখ পাখালির
সুরের সবুজ জঙ্গল
বিজয় মানে শরতকালের
সাদা মেঘের দঙ্গল।
বিজয় মানে ছয়টি ঋতু
ছয়টি রূপে আসা
বিজয় মানে সবুজ শ্যামল
দেশকে ভালবাসা।
বিজয় মানে পলাশ শিমুল
শিউলি বেলী বকুল
বিজয় মানে মধু মাসের
ফুটা আম্র মুকুল।
বিজয় মানে স্বাধীনতায়
আকাশে ওড়া চিল
বিজয় মানে শাপলা ফুটা
স্বচ্ছ জলের ঐ ঝিল।
বিজয় মানে দেশের মাটি
আঁকড়ে বেঁচে থাকা
বিজয় মানে নতুন ধানের
গন্ধ গায়ে মাখা।
বিজয় মানে নীলাকাশে
উড়াই মনের ইচ্ছা
বিজয়ের দিনে সবাইকে
প্রাণ ঢালা শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮
১০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।