কোরআনের কিরণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কোরআনের কিরণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
মুমিন সে আলোকিত কোরআনের কিরণ,
প্রভূর দিকে চোখ তার ক্ষনিক জীবন।
নত শির হয় সে অন্তর কোণে,
এক আল্লাহ অদ্বিতীয় এই কথা শোনে।
তবু কেন মুমিন তুমি তাগুদের ছানা,
জেগে উঠ, জেগে যাও বাতিল করো মানা।
রহমতের মাস এলো সেদিকে চেয়ে,
উঠ তুমি সুবেহ সাদিক প্রভূর মন জয়ে!
মাগফিরাত চাও ওগো মাহে রমজান,
নাজাতের সুযোগ এলো মুমিন-মুসলমান।
মুমিন সে আলোকিত কোরআনের কিরণ,
প্রভূর দিকে চোখ তার ক্ষনিক জীবন।
----------------------------------
১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।