লক্ষ শহীদের রাঙা জলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
লক্ষ শহীদের রাঙা জলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
লক্ষ শহীদের রাঙা জলে স্বাধীন পতাকা আঁকা,
সে পতাকায় ঘুনে ধরা মুক্তির ধনৃ বাঁকা।
বিজয় কেতন উড়ে ওই লাল সবুজে রঙিন,
ফুলে ফলে শস্যে ভরা কৃষকের মুখ মলিন !
লক্ষ শহীদের রাঙা জলে এ কোন কেরামতি ?
বিদ্রোহী বেশে স্বাধীন ফুলে দোসরের প্রজাপতি!
রাজ্যের রাজা দেখছে না তা- নাইবা যদি দেখে-
চোর ডাকাতের বজ্র হাওয়া কেমন ছবি আঁকে!
জানে সে চৌদিকে তার ওইসব কোলাকূলি,
সিন্ডিকেট আর দুর্ণীতিবাজ দেশপ্রেম গেছে ভুলি।
স্বাধীন দেশে পরাধীনে জুলুমের ভিতর আছি,
কেউ শুনে না জাতির ডাক- আমরা কেমনে বাঁচি?
------------------------------------------
১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।