অথৈ সম্ভাবনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অথৈ সম্ভাবনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
তোমাতেই দেখেছি আমি অথৈ সম্ভাবনা,
কি অসাধারন প্রতিভা ! কি গভীর চেতনা !
কি দেশ প্রেম ! কি বিদ্রোহ মনোভাব-
আর তাতেই স্বপ্ন বুঁনেছি বিপুল প্রভাব!
এই স্বপ্ন ভঙ্গ করো না, এর যে যন্ত্রনা,
অনুভব করো হে ! তোমাতেই সম্ভাবনা।
হে প্রজন্মের সুদর্শন ! হে সুদর্শনা !
অশুভ চুকিয়ে ফেলো যুদ্ধের ঝন ঝনা।
-------------------------------------


১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।