যন্ত্র করে বুকে নিও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যন্ত্র করে বুকে নিও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
মুক্তি যুদ্ধের অর্জ্ন বিলীন হয়ে গেলে,
কলঙ্ক হবে কলঙ্ক হবে শহীদের রক্ত ফুলে।
হৃদয়ের গভীর হতে ভালোবাসা পেলে
বাঙালি উঁচু হয়ে দাঁড়াবে বিশ্ব পালে।
বাড়াও নিমেষে শর্তবিহীন প্রেমের হাত
যদি তুমি হও লাল সবুজের অভিজাত।
তুলে দিলাম এ মাকে তোমার হাতে আমি,
যন্ত্র করে বুকে নিও- এ যে অনেক দামী।
অনেক রক্তে যে পতাকা পেলে
তাকে ভালোবাস যদি হৃদয় খুলে
অমার্জনীয় অপরাধ হয় হোক,
তবু জাতি উঁচু হয়ে দাঁড়াবে এই বিশ্বলোক।
--------------------------------


১১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।