হৃদয়ের বন্ধন
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪
অমিত্র দোষে, ক্ষুদ্রতায় জর্জরিত আমি,
তবুও তোমরা হৃদয়ের আলোয় আমায় জ্বলিয়ে দিলে।
মহিমায় পূর্ণ, ঔদার্যের আভা বিকিরণ করে,
আপন করে নিয়ে গেলে অন্তরের নিকটে।
অতল কৃতজ্ঞতায় ভরা আমার হৃদয়,
স্নেহের বন্ধনে আবদ্ধ তোমার প্রতি।
মমত্বের স্পর্শে পূর্ণ আমার অস্তিত্ব,
আন্তরিকতার বন্ধনে গাঁথা আমাদের সম্পর্ক।
উদার মন, সুধী বুদ্ধি, মহৎ চেতনার আধার,
হিতৈষী তোমরা, জীবনের সঙ্গী।
কৃতজ্ঞতার অশ্রুজল বয়ে চলে নয়নে,
তোমাদের প্রতি ভালোবাসা অমলিন, অনন্ত।
তোমাদের সান্নিধ্যে পূর্ণতা পায় আমার জীবন,
তোমাদের আলোকিত পথে চলি নির্ভয়ে।
স্পর্শে তোমাদের আপ্লুত আমার অন্তর,
তোমাদের সঙ্গে ধন্য আমার জীবন।
পদে পদে চাই তোমাদের সান্নিধ্য,
আশীর্বাদে ধন্য হোক আমার জীবন।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।