এটাই আত্মসংযম
- আলমগীর সরকার লিটন ১১-১০-২০২৪

রমজান মানে আত্মসংযম
কেন বুঝি শুধু কম কম-
রমজান সরে গেলে
হয়ে যাই কি বেশরম;
এটাই কি ভাই রমজান?
প্রতি বছরে সাওম,ভাবতেই শরম
কোথায় আত্মসংযম;
এটাই কি আত্মসংযম?
সহস্র মাসের চেয়ে উত্তম-
তবু এক লাফে উঠতে চাই গাছে
সেটা কি সম্ভব- ভাবি না
কখন নেমে যাই কবরে।
২৮ ফাল্গুন ১৪৩০, ১২ মার্চ ’২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।