নেই কিচ্ছু নেই
- ফয়েজ উল্লাহ রবি
একই আকাশ এই একই নদী এক সাগর পাহাড়
ঘুরছি দু'জন দুই শতাব্দী হয়নি যে তাই দেখা আর।
তোমার সময় কেমন ছিলো?
এখন যেমন আকাশও নীল; নীল যে আবার সাগরও জল!
পায়ে হেঁটে চলেছো পথ উড়ছি আমি ঘুরছে জীবনও রথ,
আর যারা আসবে আগে এইযে বাগে। জানো ?
কেমন জীবন পাবে তারা ভাবতেই অবাক এই তো মানো।
আসলে আমরা ছিলাম- সেই চিহ্ন এখন আর নেই কোথাও নেই কিচ্ছু নেই।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ মাঘ ১৪৩০, ২০ জানুয়ারি ২০২৪
১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।