রঙ লেগেছে মনে.........
- কাজী ফাতেমা ছবি

©কাজী_ফাতেমা_ছবি

রঙ বাসন্তি ফুলের ভিতর-মৌমাছিদের গুনগুন
মনের ভিতর সুর অনুরণ-গাইছে পাখি টুনটুন!
রোদের ছোঁয়ায় শিশির শুকায়-পাপড়ি মেলে ডানা
রঙ মেখে আজ উড়তে নীলে-নেইকো কোনো মানা।
হলদে রোদে সোনার শাড়ি-আঁচল উড়ুক হাওয়ায়
রোদ্দুর এসে দিক্ না হানা-আমার পশ্চিম দাওয়ায়।
গাঁদাফুলের রঙ ছড়ানো-সকাল দুপুর সাঁঝে
বুকের বামে কে দেয় উঁকি-যাই মরে গো লাজে!
ভালবাসার রঙ লেগেছে-ফাগুন নামে চোখে
এই দেখো না চোখে আমার-একটুখানি ঝুঁকে।
চোখের আয়নায় প্রেমের ছবি-তুমি কি-গো সেথা?
পিছন ফেলে যাও চলে যাও-মনে লাগে ব্যথা!
রঙের ছটা মারবো ছুঁড়ে- আসবে ধীরে ফাগুন
মনে তোমার লাগবে শুনো-আমার প্রেমের আগুন!
পাথর মানুষ অহম তোমার-ইচ্ছে দেই ভাঙ্গিয়ে
গাঁদা ফুলের রঙে আমায়-দাও না আজ রাঙিয়ে!
(ছবিটি ছোট ছেলে তা-মীম তুলেছে, ক্যানন ৬০০)

(লেখা চুরি করে যারা
বেজন্মা হারামী শুয়োর তারা)


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।