হারিয়ে যাওয়া দিন
- ফয়েজ উল্লাহ রবি

হারিয়ে যাওয়া দিনগুলো কি যায় গো ফিরে পাওয়া,
মায়ের হাতে দুধ মাখা ভাত পাশে বসে খাওয়া।
দল বেঁধে যায় গ্রামের মেলায় গল্প গানে কাটে বেলা,
সন্ধ্যা হলেই সবাই মিলে বসে চাঁদ তারাই মেলা।
ব্যস্ততায় আজ ভুলে গেছে বোনের আদর ভাইয়ের ভালোবাসা
পাখির মতো ছোট হলো মানুষেরই বাসা।
অনলাইনে হয় দেখা আবার বন্ধ মনের ভাষা,
ধীরে-ধীরে অযাচিত ভুলে পরিচিত আশা।
দূর থেকে দূর হয়ে গেলে সম্পর্কের বাঁধান,
রইল বাকী মায়ের জন্য দু'চোখ ভরা কাঁদন।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।