তিলোত্তমা প্রিয় শহর
- ফয়েজ উল্লাহ রবি

আমাদের শহরটা একটুও বদলায়নি,
যেমন তুমি ছেড়ে গেছো ঠিক তেমনই আছে! ঠিক আগের মতো,
এখনো ভোরে-ভোরে ব্যস্ত হয়ে উঠে তিলোত্তমা অপরূপ এই শহর!
গ্রামের কিছু হাওয়া এখনো বয়!
নীল সামীয়ানায় ঢেকে যায় বিকেল! শহরতলী ছেড়ে যায় মটরকার,
ঘরে ফেরে রোজ হাজার নিখোঁজ; জীবনের ব্যস্ততায় হাহাকার!
হ্যালো -- প্রিয় শহর, তুমি কেমন আছো? কতোটা ব্যথা বুকের ভেতর?

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।