জীবনের যোগফল
- ফয়েজ উল্লাহ রবি

প্রেম অনলে পুড়েই তবে ভালোবাসা হয় খাঁটি,
শুধুই সুখে থাকলে পরে ভালোবাসা রয় মাটি!
কান্না ছাড়া হাসবে শুধু এইতো সবই মিছে,
আলো-কালো মিলেমিশে থাকে পিছে-পিছে।
মেঘ না এলে হয়না বৃষ্টি কিংবা বজ্রপাত,
দিনের শেষে আঁধার করে আসবে কিন্তু রাত।
ভালোর মুখোশ মন্দ থাকে; মন্দ কী আর ভালো হয়,
'কয়লা ধুলে যায়না ময়লা' তবু পরিষ্কার তা রয় !
একের সাথে এক মিশিলে - তিন ও কভু হয়,
অংকে যে সব সঠিক হবে এমন কিন্তু নয় !

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।