ফের জীবনের শুরু
- ফয়েজ উল্লাহ রবি

জন্মে কাঁদা মৃত্যু কাঁদা কাঁদা সারা জীবন,
একটু খুশির জন্য সবাই পর করে যে আপন।
এতো সাধের এই যে ধরা
ভুলে যাবে; থাক অধরা,
হয়না ভাবা জীবনবোধে ভুলে মহা প্লাবন।

মৃত্যু যখন থামবে জীবন ফের জীবনের শুরু,
এই জীবনের হিসেব-নিকেশ করবে তোমার গুরু।
কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাবো,
এই সব ভেবেই কাটছে বেলা মুক্তি কোথায় পাবো?

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১১ মাঘ ১৪৩০, ২৫ জানুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।