কয়েক টুকরো ব্যথা
- ফয়েজ উল্লাহ রবি

দিতে যে প্রেম জাগে যে মন; শূন্যই থাকে হাত,
চাঁদ তারাতে সাজায় তোমায় কাটুক সুখে রাত।
জবা ফুলে খোঁপা -
ঘাস ফুলেতে গতর বদন খানি হাসি ফুটে,
তাইতো প্রেমে যাই লুটে।

দুঃখ তো আর করিনা ভয় করলেই হবে পরাজয়,
হাসি মুখে করবো বরণ-
নিশ্চয় সুখিই হবো, আসার আগেই মরণ।

ভাবনা যখন থমকে যাবে করবে কি আর তখন ?
একা হবে বেলা শেষে যখন থাকবেনা এই ধম?
হিসেব যে সব এলোমেলো -
শূন্য র'বে জীবন খাতা নিয়েই যাবে যম।

গুনছি তারা একশ তেত্রিশ আর কতো রইল বাকী?
তোমার গুলো করলে যে যোগ লাগে কেনো ফাঁকি?

রয়না চাপা পাপ ও প্রণয় হবেই যে তা প্রকাশ,
জানবে সারা বিশ্বজাহান বলবে সবই আকাশ।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ মাঘ ১৪৩০, ২৭ জানুয়ারি ২০২৪


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।