ভালোবাসার আদরে
- ফয়েজ উল্লাহ রবি
ঠোঁটের কোণের হাসির মাঝে ছড়ায় সুখের আতর,
দূর করে সব মনের ব্যথা ভালোবাসার আদর।
রয় বাঁধা রয় তাঁর প্রেমে মন
প্রাণের চেয়ে বেশি আপন,
উজাড় করে মনের আবেগ সাজুক প্রেমের তেপান্তর।
পায় গতি পায় জীবনও বেগ ধরলে তোমার হাত,
যায় না ভোলা মনের আবেগ ছাড়লে তোমার সাথ।
প্রেমের নামে ঘাত-প্রতিঘাত
ব্যথার উত্পাতে অগ্ন্যুত্পাত,
কেমনে মাপি দূরত্ব আজ হিসেব অনুপাত।
করতে আপন মনের মানুষ নামছি সাগর প্রান্তরে,
রাখতে সাথে দিনে-রাতে আপন হওয়ার ভান ধরে।
এক মনে তাঁর বসত গড়ে
ও তাঁর জীবনের বই পড়ে,
বেঁধে তারে প্রাণের দোরে সম্বন্ধ জন্মান্তরে।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৫ মাঘ ১৪৩০, ২৯ জানুয়ারি ২০২৪
১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।