ভদ্রতা চোদ্দানা
- আলমগীর সরকার লিটন ২১-০৯-২০২৪
ভদ্রতা শিখতে গিয়ে পা পিছলে
চুমুর উপর পরে গেলাম;
সারা দেহ কাদায় মেখে একাকার,
তবু বর্ণমালার প্রেম হলো না
কি করে হবে, ভদ্রতার গন্ধ নাই;
অথচ কত প্রকার আতর গন্ধ লাগায়;
মনের সামনে দিয়ে ভদ্রতা হেঁটে যায়
কিন্তু কোন ভাবেই ছুঁয়া যায় না
শোল মাছের মতো পিছলে যায়-
হু ভদ্রতা ঐখানেই মানায়,
মাটির ছলাকলা চোদ্দানা;
১৪-৩-২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।