তবু মন্ত্রী হাসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তবু মন্ত্রী হাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৩-২০২৪ ইং
**********************
মন্ত্রী মশাই ফোকলা গালে বেতাল সুরে গায়,
খেজুরের পুষ্টিগুন - বড়ই এ নাকি পায় !
আবল তাবল কি যে বলে কথার সুরে সুরে,
নবীর সুন্নাত চায় যে মুছে আপন বিধান করে।

ব্যর্থ্ নিজে খেজুর দিতে রোজাদারের মুখে,
মন্ত্রী মশাই ফোকলা গালে কয় এইসব সুখে।
খেজুর আশা গুড়িয়ে দিলো ভ্যাট বৃদ্ধি করে,
মন্ত্রী মশাই দেখেনা তা চেয়ার আকড়ে ধরে !

ইফতারের ওই খেজুরগুলো সিন্ডিকেটের জালে,
স্বাধীন বাংলার লাল সবুজে আগুন হয়ে জ্বলে!!
নাই সরম! নাই লাজ !এই মুসলিম দেশে !
রোজার মাসে খেজুর নাই তবু মন্ত্রী হাসে !!
-------------------------------------


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।