তুমি না থাকলে...
- ফয়েজ উল্লাহ রবি

মনে আমার সাজালে ঘর করেছো যে আপন,
তুমি হীনা আমি বিনা কেমনে হবে যাপন।
চেয়ে থাকি তোমার প্রাণে
আসবে তুমি মুক্তি দানে,
ভালোবাসায় ডুবে রবো দু'জনে আলিঙ্গন।

নিঃস্ব আমি প্রতিদিনই তোমার পথো চেয়ে,
কষ্টে আমার কাটছে বেলা অবহেলা খেয়ে।
উজাড় করে মনের ঘরে
যতন করে রাখবো ধরে,
ভালোবাসার জ্বলবে প্রদীপ তোমায় কাছে পেয়ে।

কষ্টে কাটে কাটছে আমার বেলা হয়ে অবেলা,
না দেখলে যে তোমায় থাকি না লাগে না ভালা।
দুই চোখেতে ই আঁধার দেখি
দেখলে তোমায় আলো মাখি,
ধরলে হাতে দিবা-রাতে দূর হবে সব কালা।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।