ভুল করে
- ফয়েজ উল্লাহ রবি
ভুল করে কী রেখেছিলাম তোমার মনের ঘরে?
দিচ্ছি মাসুল জীবন ধরে বিনা পাপের তরে।
কোথায় গেলো তোমার তুমি
বদলে গিয়ে হয় আসামী,
হাত রেখে হাত মিথ্যের প্রেমে কাঁদছি অগোচরে।
ভুল গুলো সব ক্ষমা করে এসো ফিরে বুকে,
তুমি ছাড়া একা আমি হয়না থাকা সুখে।
কিছুটা ভুল আমার ছিলো-
তোমাকে তার দোষও দিলো,
এসো ফিরে মনের ঘরে থাকবো না আর শোকে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৬ মাঘ ১৪৩০, ৩০ জানুয়ারি ২০২৪
১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।