র'বেনা কেউ পাশে
- ফয়েজ উল্লাহ রবি

বন্ধু সেতো নয়তো তোমার বুঝবে যখন তুমি,
সময় তখন অট্ট হাসে কাঁদবে যে ঝুম-ঝুমি।
বলবে কাকে মনের এই দুখ
শূন্যতায় এই ভরবে যে বুক,
র'বেনা কেউ পাশে প্রিয় হবে সবাই গুমি।

ঝুম-ঝুমি- যা নাড়লে ঝুমঝুম শব্দ হয়।
গুমি - লুকানো, গুপ্ত; নিখোঁজ।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৬ মাঘ ১৪৩০, ৩০ জানুয়ারি ২০২৪


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।