প্রেম যদি হয় ?
- ফয়েজ উল্লাহ রবি

প্রেম যদি হয় সুখের কারণ দুঃখের কারণ ঘৃণা,
আমার বেঁচে থাকাই মরণ যেনো তুমি বিনা।
অতি প্রেমের হবেই ইতি পাইনা খুঁজে প্রেরণা।
কতোটুকুই ভালোবাসি আছে কী সেই ধারণা!
দুঃখে থাকার আছে বারণ যতোই থাকুক যন্ত্রণা।
কেউ বা আবার দেখায় সে প্রেম দেয় যে কুমন্ত্রণা!
লোক দেখানো ভালোবাসা আসলে প্রতারণা।
আঘাত শেষে ব্যাঘাত করে দেখায় সে করুণা,
তবু মানুষ প্রেমের তরে দেয় যে তারেই অপর্ণা।
সত্যিকারের প্রচুর মানুষ মনে পর-হিতৈষণা!

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৭ মাঘ ১৪৩০, ৩১ জানুয়ারি ২০২৪


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।