তোমার অপেক্ষায়!
- ফয়েজ উল্লাহ রবি
অন্তরেই অনেক কথা গুমরে মরে মনের বারান্দায়,
তোমার অবজ্ঞায়!
বাস্তবতার নানামুখী এই আমি আজ বন্দি খাচায়,
তোমার অপেক্ষায়!
সব কিছু সব হয়না পাওয়া; বাকী থাক কিছু হতাশায়,
তোমার প্রতিজ্ঞায়!
স্বপ্ন বুনুন মুকুলে জড়, মন রিক্ত হওয়ার আশঙ্কায়!
তোমারই আজ্ঞায়।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪
১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।