- মানুষের অসুখ
- ফয়েজ উল্লাহ রবি

পায়নি দেখা দুঃখের সখা বৃথাই যে তার সুখ,
কান্না ছাড়া মিথ্যে হাসি ভরবে শোকে বুক।
বিনা ত্যাগে হয়না যে ভোগ
শুধুই সুখে জীবন দুর্যোগ,
দুঃখ বিনে ভালো থাকা মানুষের অসুখ।

সুখ আর খুশি পেতেই জীবন থাকে যে উন্মুখ,
হাজার বাধা ডিঙান দিয়ে চলতে হবে সম্মুখ।
জীবন যে এক চলন্ত গাড়ী
ঠিক পথে চলেই পাবে বাড়ী,
চাইতে হবে সুখ যে তবে দেখলে অন্তর্মুখ।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২১ মাঘ ১৪৩০, ০৪ ফেব্রুয়ারি ২০২৪


১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।