নিখোঁজ
- ফয়েজ উল্লাহ রবি
যতো বলি বুঝে গেছি এই জীবনের মর্ম,
হয়নি জানা রইছে বাকী করে যাচ্ছি কর্ম।
এক জীবনে সব কিছু নয়
শূন্য কিছু বেদনা ময়,
পাওয়ার চেয়ে হারানো বেশ; এটাই জীবন ধর্ম।
ভুল পথে রোজ চলতে জীবন ঠিক পথের নেই খোঁজ,
বাস্তবতায় অতি চালাক; দেখায় যেনো অবুঝ!
আত্মভোগে ডুবে থাকে
অন্যকে সব দূরে রাখে,
নিজের বেলায় ষোল আনা; বাকী সবার নিখোঁজ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২১ মাঘ ১৪৩০, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।