বুঝবে যখন সময় শেষ
- ফয়েজ উল্লাহ রবি
ভালো রাখার ইচ্ছে কতো হাজার স্বপ্ন ভাঙ্গে,
মন্দরা সব ডাক দিছে রাজ শতো রঙে রাঙ্গে।
সোজা রা রোজ খাচ্ছে যে মার
পায় না কিছুই নেই অধিকার,
যুগে-যুগে হারছে ওরা আগুন সর্ব অঙ্গে।
বুঝবে যখন আর কিছু নেই সময় তখন শেষ,
জীবন বেলা হেলা-ফেলা নেই কিছু বিশেষ।
কি ভেবেছ কি পেয়েছ
কী হারিয়ে কি দিয়েছো?
কাটলো সময় ঘুমেই কখন হবে যে উন্মেষ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২১ মাঘ ১৪৩০, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।